১৯৯৪ সালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসি গ্রামের সকল শ্রেণি পেশার মানুষের নিকট একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান উপহার দেয়ার অঙ্গীকার দিয়ে রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয় কার্যক্রম শুরু করে। ছাত্র-ছাত্রীদেরকে পাঠ্যসূচির পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের শিক্ষায় শিক্ষিত করে জাতির জন্য একজন আদর্শ ও যোগ্য নাগরিক তৈরির উপযোগী পাঠ্যসূচী প্রণয়ন করে শিক্ষা দেয়ার ব্যবস্থা করেছে রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়। আমাদের প্রিয় জন্মভূমি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অভিভাবকদের আকাঙ্খিত শিক্ষা প্রতিষ্ঠানের যথেষ্ট অভাব রয়েছে। এ উপলব্ধি করে এলাকার কতিপয় বিদ্যানুরাগি ব্যক্তি জমি দান, আর্থিক অনুদান ও সার্বিক সহযোগিতা করে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নে বর্তমান সময়োপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ার চিন্তা চেতনার মাধ্যমে আজকের রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।